বার্সেলোনায় টানা পঞ্চম রাতে দাঙ্গার শিকার হয় কাতালোনিয়া

সাদেক আহমদ শিকদার,বার্সেলোনা থেকে : কাতালান রাজনীতিবিদ ও নেতাকর্মীদের  সাজা দেয়ার প্রতিবাদে প্রায় ৫,০০,০০০-এরও বেশি লোকের একটি শান্তিপূর্ণ বিক্ষোভের পরে বার্সেলোনায় সহিংসতা শুরু হয় শুক্রবার রাতে এ নিয়ে  টানা পঞ্চম রাতে দাঙ্গার শিকার হয় কাতালোনিয়া। শুক্রবার বিকেলে স্প্যানিশ জাতীয় পুলিশ সদর দফতরের কাছে ভায় লাইতানাতে আন্দোলনকারী ও পুলিশির মধ্যে দাঙ্গা লেগে পরে নগরীর  প্লাজা উরকুইনোনায় চারদিকে দাঙ্গা ছড়িয়ে পড়ে সন্ধ্যা এ বিক্ষোভ আর জুড়ালো হয়। কালো ধোঁয়া শহরটির ১০ মিটার উপরে উঠেছিল যখন বিক্ষোভকারীরা আবর্জনার পাত্রে এবং একটি সংবাদপত্রের কিউসকে আগুন ধরিয়ে দেয়।  আশেপাশের রাস্তায় হাজার হাজার লোক শ্লোগান দিয়েছিলেন: … Continue reading বার্সেলোনায় টানা পঞ্চম রাতে দাঙ্গার শিকার হয় কাতালোনিয়া